বাংলাদেশ দল যখন লন্ডন সময় দুপুর থেকে বিকেল অবধি ওভালে টানা আড়াই ঘন্টা নিবিড় অনুশীলন করলো, ঠিক তখনই লন্ডনে এসে পা রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি একা নন, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, পরিচালক ইসমাইল হায়দার মল্লিকসহ আরও কজন পরিচালকও এসেছেন ঢাকা থেকে।
Advertisement
সাথে বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক মাহবুব আনামও রয়েছেন। তিনি আগেই এসেছিলেন। মাঝে একদিনের জন্য স্পেন গিয়ে আবার ফিরে এসেছেন মাহবুব আনাম। এদিকে আজ রাতে দলের সঙ্গে একান্তে বসবেন বিসিবি প্রধান ও বোর্ডের শীর্ষ পরিচালকরা।
মূলত পুরো বিশ্বকাপে কেমন হবে দলের পরিকল্পনা, বোর্ডের পক্ষ থেকে কেমন সুযোগ-সুবিধা পাবেন মাশরাফি-সাকিবরা বা অন্যান্য বিষয়াদি কীভাবে সম্পন্ন হবে- সে বিষয়েই আলোচনা হবে বৈঠকে। তবে এ বিষয়ে বিস্তারিত জানার সুযোগ প্রায় নেই বললেই চলে।
শুভেচ্ছা জানিয়েছেন হাইকমিশনার
Advertisement
এদিকে দলের সঙ্গে পাপন-মল্লিকদের রাতের বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার। তিনি মাশরাফি-সাকিবদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন।
এআরবি/এসএএস