দেশজুড়ে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে পাস করল ৪২ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ১৩০ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। শনিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

Advertisement

ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। এ নিয়ে চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৩ জন।

এছাড়া আগে ফেল করা ৪২ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণে পাস করেছে। অপর ৭৪ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, শনিবার দুপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী মোট ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেছিল।

Advertisement

চলতি বছরের ৬ মে বরিশালসহ দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। তখন জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন পরিক্ষার্থী। ফল পুনর্নিরীক্ষণে এর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৩।

সাইফ আমীন/এএম/এমএস