নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে অবস্থিত বাইতুল আমান সরকারি শিশু পরিবারের এতিম ও পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপির নিজস্ব তহবিল থেকে অর্ধশতাধিক এতিম শিশুর মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।
Advertisement
শনিবার দুপুরে সালমা ওসমান লিপির পক্ষে এতিম ও পথশিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, সদর উপজেলার সমাজসেবা অফিসার মিয়া মো. ফিরোজ আহম্মেদ, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।
শাহাদাত হোসেন/এমএএস/এমএস
Advertisement