ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতালে আবারো ভুল অপারেশনে এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার আখানগর এলাকার চন্ডি দাসের স্ত্রী প্রতিমা রানীকে গত বৃহস্পতিবার প্রসব বেদনায় ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে প্রতিমার সিজারিয়ান অপারেশনে দুটি জমজ বাচ্চা জন্ম নেয়। অপারেশনে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রোববার সন্ধ্যায় রোগীর আবারো অতিরিক্ত রক্তক্ষরণ হলে সিজারিয়ান ডা. আবিদা সুলতানা ওই রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুরে যাওয়ার পথে ঠাকুরগাঁও খোচাবড়ি নামক স্থানে রোগী মারা যায়।ডা. আবিদা সুলতানা জাগো নিউজকে জানান, অপারেশনে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাই রোগীকে রক্ত দেয়ার জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ রক্তের গ্রুপ ম্যাচিং না করে রোগীকে রক্ত প্রদান করে। অতিরিক্ত রক্ত চাপ বেড়ে যাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বামী চন্ডি দাস জাগো নিউজকে জানান, অপারেশনের দিন রোগীর অনেক রক্তক্ষরণ হয়। আবার রোগীকে রক্ত দেয়ার জন্য বললে ক্লিনিক কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় রক্ত দেয়। রক্ত দেয়ার কিছুক্ষণ পর রক্ত চাপ বেড়ে যায়। এ সময় ক্লিনিকের লোকজন রোগীকে রংপুর রেফার্ড করে। রংপুরে যাওয়ার পথে রোগীর মৃত্যু হয়।ক্লিনিক মালিক শাহিন জাগো নিউজকে জানান, রক্ত দেয়ার কিছুক্ষণ পরেই রোগীর রক্ত চাপ বেড়ে যায়। পরে তাৎক্ষনিকভাবে তাকে রংপুর রেফার্ড করা হয়। ক্লিনিকে আরো মৃত্যুর ঘটনা ঘটেছে এমন প্রশ্ন করলে শাহিন জানান, মানুষের জীবন একমাত্র আল্লাহর হাতে। আমরা দায়িত্ব সহকারে রোগীর সেবা দিয়ে থাকি।ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে জানান, মৃত্যুর খবর শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, গত ৪ মাস আগে নিউ স্কয়ার হাসপাতালে ভুল অপারেশনে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রশাসন ক্লিনিক সিলগালা করে একটি মামলা দায়ের করে। মামলায় ক্লিনিকের একজন নার্স কিছুদিন কারাগারে থাকেন। পরবর্তী ক্লিনিক মালিক শাহিন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে প্রশাসনকে ম্যানেজ করে ক্লিনিকের সিলগালা খুলে নেয়। রবিউল এহসান রিপন/এসএস/এমএস
Advertisement