বিনোদন

ঈদের আগে হাসপাতালে আলাউদ্দিন আলীকে দেখতে যাচ্ছেন শিল্পীরা

কদিন পরই ঈদ। এবারের ঈদটা হাসপাতালেই কাটবে কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর। প্রায় চার মাস ধরে হাসপাতালে তিনি। ভীষণ একাকী সময় কাটে তার। সংগীতাঙ্গনের অনেকই মিস করেন। প্রিয় এই সুরকারকে ভুলে যাননি শিল্পীরা। অনেকেই নিয়মিত হাসপাতালে যাওয়া আসা করেন। নিয়মিত তার খোঁজখবর রাখেন।

Advertisement

ঈদের আগে প্রিয় সুরকার আলাউদ্দিন আলীকে হাসপাতালে দেখতে গেলেন জনপ্রিয় জীবন্ত দুই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী। শুক্রবার তারা আলাউদ্দিন আলীর সঙ্গে দেখা করেন ও তার সার্বিক খোঁজখবর নেন। আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন তিনি।

আজ শনিবারও হাসপাতালে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী অ্যান্ড্রু কিশোর, ফুয়াদ নাসের বাবুসহ আরও কয়েকজন।

উল্লেখ্য, চলতি বছর ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে আইসিইউতে ভর্তি হন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এরপর তার অবস্থার অবনতি হলে টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

Advertisement

গত ১৭ ফেব্রুয়ারি আলাউদ্দিন আলীকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন আলাউদ্দিন আলী। তবে তার শরীরের বাম অংশে সমস্যা থাকায় ফিজিওথেরাপি নিতে তাকে সাভারের সিআরপি হাসপাতালে নেয়া হয়। এখন নিয়মিত থেরাপি চলছে তার।

এমএবি/এলএ/এমএস