খেলাধুলা

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ক্যারিবীয় অধিনায়ক

বিশ্বকাপের শুরুটা কি দারুণই না হলো ওয়েস্ট ইন্ডিজের! তাদের সাথে যে ‘আন্ডার ডগ’ তকমা লেগেছে তা যে ভুল নয় তা নিজেরা প্রমাণ করেছে প্রথম ম্যাচেই। আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানের হারিয়ে শুরু করেছে বিশ্বকাপ, তাও সেই জয় এসেছে মাত্র ১৪ ওভারে।

Advertisement

এতো বড় জয়টা এসেছে মূলতঃ বোলারদের কল্যাণেই। পাকিস্তানকে মাত্র ১০৫ রানে গুটিয়ে দিয়েছে ক্যারিবীয় বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের গতি আর বাউন্সারের সামনে দাঁড়াতেই পারেননি পাক ব্যাটসম্যানরা। তবে ক্যারিবীয়দের পরিকল্পনা ছিল শট বলে পাকিস্তানকে পরাস্ত করা। সে পরিকল্পনায় তারা দারুণ সফল। এমন বোলারদের কৃতিত্ব দিতে ভুল করলেন না অধিনায়ক জেসন হোল্ডারও।

ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা দারুণ একটা শুরু পেয়েছিলাম। বোলাররা নতুন বলে উইকেট তুলে নিতে পেরেছিলো আর আমরা এটাই চাচ্ছিলাম। রাসেল সবসময়ই কার্যকর একজন ক্রিকেটার। তার কার্যকারিতা দেখে সত্যিই খুব খুশি হয়েছি। ওশানে থমাস, সেলডন কটরেল- তারাও খুব ভালো শুরু করেছিলো। আমি কৃতিত্বটা বোলারদেরই দিতে চাই, তারা পরিকল্পনা মাফিক বল করতে পেরেছে।’

ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আমরা জানি ওসানে (থমাস) একটু খরুচে বোলার; কিন্তু সে উইকেট টেকার বোলার আর আমরা তাকে নিয়ে ঝুঁকিটা নিয়েছি। যেখানে বড় স্কোর হচ্ছে সেখানে আপনার উইকেট তুলে নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আর রাসেল? সে এমন একজন ক্রিকেটার যে ১০০ শতাংশ ফিট না থাকলেও মাঠে ১০০ পার্সেন্ট দেয়।’

Advertisement

এমএইচবি/জেআইএম