দেশজুড়ে

ছিটমহলে ট্রাভেল কাম আইডেনটিটি পাস বিতরণ শুরু

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মধ্যে থেকে ১৯টি ছিটমহল থেকে ভারতে যাওয়ার জন্য আবেদনকারী ৯৮৭ জনকে ট্রাভেল কাম আইডেনটিটি কার্ড বিতরণ শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার ও মঙ্গলবার দুদিন চলবে এ ট্রাভেল পাস বিতরণ কার্যক্রম।সোমবার সকাল ১০টায় ভারতে বসবাসের জন্য আবেদনকারীদের লালমনিরহাট জেলার ১৩৫ নং উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দাদের গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটগ্রাম উপজেলার ১১৯ নং বাঁশকাটা সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের বাঁশকাটা প্রাথমিক বিদ্যালয়ে এ ট্রাভেল পাস বিতরণ শুরু হয়েছে।এসময় ট্রাভেল কাম আইডেনটিটি কার্ড বিতরণ করেন ভারতীয় হাই কমিশন রাজশারী অফিসের দুই সদস্য অভিজিদ মিত্র ও অম প্রকাশ। বাংলাদেশের পক্ষে হাতীবান্ধা উপক্ষে ছিলেন হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পি,আই,ও) ফেরদৌস আলম ও ভূমি অফিসের সদস্য আনোয়ার হোসেন।   এ পাস দিয়ে তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কড়িডোর দিয়ে ভারতে যেতে পারবেন।রবিউল হাসান/এমজেড/এমএস

Advertisement