দেশজুড়ে

লঞ্চ থেকে পড়ে গেল স্ত্রী-সন্তান, স্বামীর পদ্মায় ঝাঁপ

দক্ষিণাঞ্চলে ২১ জেলায় যোগাযোগের অন্যতম মাধ্যম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট। আর নৌপথের এ রুটটিতে প্রতিনিয়তই ঘটে নানা ধরনের দুর্ঘটনা। শুক্রবার সকালে তেমনি এক দুর্ঘটনা ঘটে শিমুলিয়া লঞ্চঘাটে।

Advertisement

আসন্ন ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ। আজ বন্ধের দিন থাকায় শিমুলিয়া প্রান্তে ছিল উপচেপড়া ভিড়। সকাল ৮টায় শিমুলিয়া লঞ্চঘাটে এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান দুই বছরের শিশু সন্তানসহ মা ও বাবা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, কাওড়াকান্দি যাওয়ার উদ্দেশে শিমুলিয়া লঞ্চঘাটে আসে ওই পরিবার। লঞ্চে ওঠার সময় পা পিছলে কোলের সন্তানসহ নদীতে পড়ে যান মা। পরবর্তীতে বাবাও তাদের উদ্ধারের জন্য পদ্মায় ঝাঁপ দেন। ঘটনাটি টার্মিনালের কাছাকাছি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই যাত্রীরা। আনসার কর্মী ও পুলিশ সদস্যরা সন্তান এবং মা-বাবাকে উদ্ধার করে গন্তব্যের উদ্দেশে লঞ্চে উঠিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে লঞ্চে ওঠে যাওয়ায় তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আসন্ন ঈদকে সামনে রেখে এ নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট চলাচল করছে।

Advertisement

ভবতোষ চৌধুরী নুপুর/এনডিএস/