পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উদ্ধার হওয়া ২৪টি বিদেশি ম্যাকাউ পাখির ঠাঁই হয়েছে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। এর আগে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা পাখিগুলো জব্দ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে।
Advertisement
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে অসীম কুমার মল্লিকের কাছ থেকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তবিবুর রহমান ম্যাকাউগুলো বুঝে নেন।
অসীম কুমার মল্লিক জানান, মেসার্স স্মার্ট ইন্টারন্যাশনাল-এর মাধ্যমে পাখিগুলো আফ্রিকা থেকে কেনার বৈধ কাগজ-পত্র থাকলেও বাংলাদেশে আনার জন্য কোনো অনুমতি বা অনুমোদন ছিল না। কাতার এয়ার ওয়েজের মাধ্যমে পাখিগুলো বিমানবন্দরে পৌঁছালে কাস্টমস কর্মকর্তারা কাগজ-পত্র যাচাই-বাছাই করে তা জব্দ করেছে।
এ ব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পার্কে হস্তান্তরের পর ২৪টি ম্যাকাউ পাখি পার্কের সংরক্ষিত শেডে রেখে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে।
Advertisement
শিহাব খান/এমএএস/পিআর