ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে তিন হাজার ৮৪০ পিস ইয়াবাসহ শাকিল খন্দকার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
বৃহস্পতিবার রাতে জেলা সদরের পৈরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন তিনি। গ্রেফতার শাকিল পৈরতলা এলাকার জানু মিয়া খন্দকারের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা যোবায়ের বলেন, শাকিল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৈরতলা এলাকায় শাকিলের বাড়িতে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি করে তিন হাজার ৮৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
Advertisement
শাকিলের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
Advertisement