খেলাধুলা

ইংল্যান্ডের কাছে হারের কারণ জানালেন ডু প্লেসি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় রানের ব্যবধানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হেরেছে তারা। এদিকে দলের পরাজয়ে টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দুষলেন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার মতে, বড় লক্ষ্য তাড়া করতে নেমে টপ-অর্ডাররা ভালো শুরু এনে দিতে পারেনি বিধায় হেরেছে প্রোটিয়ারা।

Advertisement

৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৭ রানের মধ্যেই গুটিয়ে যাওয়ায় ডু প্লেসিস বলেন, 'যখন আপনি ৩১০ (৩১২ রান) এর মতো বড় স্কোর তাড়া করবেন তখন আপনাকে ভালো একটি শুরু পেতে হবে। আমার মনে হয় ইনিংসের শুরুতেই আমরা পিছিয়ে পড়েছি। যদিও দুঃখজনকভাবে হাশিম আমলাকে (ইনজুরি নিয়ে) মাঠের বাইরে চলে যেতে হয়।'

প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, 'মাঠে আপনাকে ভালো জুটি গড়ে সাজঘরে থাকা ব্যাটসম্যানদের নিশ্চিন্ত রাখতে হবে। ওপেনিং জুটি হোক কিংবা ওয়ান ডাউন- ভালো শুরু এনে দেয়া খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি দ্রুত ৩ উইকেট হারিয়ে বড় লক্ষ্যের পেছনে ছুটবেন তখন বাকি ব্যাটসম্যানদের জন্য কাজটি কঠিন হয়ে পড়ে।'

স্বাগতিকদের কাছে হেরে যাওয়া নিয়ে তিনি আরও বলেন, 'তিন বিভাগেই ইংল্যান্ড আজ আমাদের চেয়ে অনেক ভালো ছিল। তারা দেখিয়েছে কেন তারা বিশ্বের সবচেয়ে ভালো দল। এখন আমাদেরকে লিগের বাকি ম্যাচগুলোর দিকে নজরে দিতে হবে। বিশ্বকাপের প্রথম পর্ব এখন লিগ প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে।'

Advertisement

এসএস/এমএস