পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে জেলা প্রশাসকের দুই স্বেচ্ছাসেবকসহ (ওমেদা) ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক (ওমেদা) মো. দিপু সিকদার (২৪) ও মো. সাইফুল মৃধার (২৫) নাম জানা গেছে।
অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, অফিসাররা দরবার হলে কাজ করছিলেন। সাহরির সময় ওমেদা দু’জন খাবার নিয়ে আসেন। পরে দরবার হলের ভেতরে প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করেন। এ সময় তাদের আটক করে প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষায় এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
Advertisement
মহিবুল্লাহ/এফএ/এমএস