দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। অহরহ এ ধরনের কথা বলে থাকেন ব্যাটসম্যানরা। দলে জায়গা কিছুটা নড়বড়ে হয়ে পড়লে কিংবা দলের ব্যাটিং অর্ডারে ঘাটতি দেখা দিলে ব্যাটসম্যানরা সাধারণত এ বাক্যই ঝাড়েন গণমাধ্যমের সামনে। এবার সেই পথে হাঁটলেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাসও।
Advertisement
তার এ কথা বলার কারণ হচ্ছে প্রথমটি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ওপেনিংয়ে এখন বাংলাদেশের প্রথম পছন্দ। সবশেষ ওয়ানডে সিরিজে তামিম-সৌম্যই শুরু করেছিলেন টাইগারদের হয়ে এবং তাদের জুটি বেশ সফল।
তবে এশিয়া কাপের ফাইনালের সেঞ্চুরির পর নিজেকে হারিয়ে খোঁজা লিটন সবশেষ ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়ে হাঁকিয়েছেন ফিফটি। টিম ম্যানেজমেন্ট এখন তাই মধুর সমস্যায়। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে তামিমের সঙ্গে তাই ইনিংসের সূচনা করবেন কে?
খালি চোখে, তামিমের সঙ্গে সৌম্য ফিট। তবে কি একাদশের বাইরেই থাকতে হবে লিটনকে? লিটন অবশ্য জানিয়েছেন, শুধু ওপেনিংয়েই কেন? দলের প্রয়োজনে বিশ্বকাপে যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত তিনি!
Advertisement
গতকাল (বৃহস্পতিবার) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, 'এতদিন আমি ইনিংসের সূচনা করে এসেছি। অনুশীলন করে আমাকে এখন ব্যাটিং অর্ডারের যেকোনো জায়গায় খেলার জন্য মানসিকতা গড়ে তুলতে হবে। যাতে আমি ভালোভাবে প্রস্তুত হতে পারি।'
ওপেনিংয়ে শুধু তামিম-সৌম্যর সঙ্গে লড়াই-ই নয়! লিটন মনে করেন, স্কোয়াডের ১৫ জন সদস্যই একাদশে ডাক পেতে মরিয়া। তবে মাঠে তো শেষ পর্যন্ত ১১ জনকে নামতে হবে এবং বাকি গরম করবে বেঞ্চ, 'আমি যা বলতে পারি তা হচ্ছে, আমি সুযোগের জন্য অপেক্ষা করবো। আর যখন সেটা পাবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে তার সদ্ব্যবহার করার চেষ্টা করবো।'
ইংল্যান্ডের উইকেট বলছে এবারের বিশ্বকাপ শুধুই ব্যাটসম্যানদের। রানের পাহাড় হবে প্রতি ম্যাচে। বাংলাদেশকেও তাই ম্যাচ জিততে করতে হবে ঝড়ো ব্যাটিং। এর জন্য শুরুটা হওয়া চাই দারুণ। লিটন বিশ্বাস করেন তার দলের সেই সামর্থ্য আছে। ৩০০ এর অধিক রান তোলার যোগ্যতা আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে, 'শেষ কয়েক ম্যাচে আমরা প্রায়শই ৩০০ এর কাছাকাছি স্কোর করেছি। আমার মনে হয় না এখন এ বিষয়টি খুব মাথা ব্যথার কারণ (৩০০ এর অধিক রান না করা)। যদি আমরা ৩০০ রান তাড়া করতে নামি তবে আমাদের সেভাবেই আগাতে হবে। আর আমরা যদি লক্ষ্য দেই, তবে আমাদের বড়সড় একটা স্কোরই গড়তে হবে।' ইংলিশ উইকেটের ব্যাপারে লিটন জানান, 'আমি বিশ্বাস করি একজন ব্যাটসম্যানকে উইকেটের আচরণ অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। অনুমান করে খেললে হবে না। অনুমান করলে হবে কী আপনি ভাবলেন বল অনেক সুইং করবে; কিন্তু পরে দেখলেন বল মোটেও সুইং হচ্ছে না।'
এসএস/এমএস
Advertisement