জাতীয়

পাউ‌বোসহ চার অফিসে দুদকের অভিযান, পাঁচ জেলা প্রশাসককে চিঠি

অনিয়মের অভিযোগ পেয়ে বিভিন্ন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মতিঝিল অফিসে লিগ্যাল শাখায় নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

Advertisement

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের একটি এনফর্সমেন্ট বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করে।

পাবনায় গণপূর্ত বিভাগের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেছে দুদক।

এদিকে চট্টগ্রাম থেকে দোহাজারী ও নাজিরহাট রুটের রেলপথ সংস্কারের কাজের পরও কাঙ্ক্ষিত গতি বাড়ানোর কারণ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।

Advertisement

অপরদিকে সাতক্ষীরা-দেবহাটা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনা হতে গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে ঝালকাঠি, বরগুনা, ভোলা, হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে বিআরটিএ, ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারে নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুদক।

এমইউ/বিএ

Advertisement