স্থানীয় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনের বহুল আলোচিত সদ্য বিদায়ী সচিব হেলালুদ্দীন আহমদ।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে তার নতুন দফতরে যোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ধন্যবাদ জানান তিনি। এর আগে একই দিন নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন এ দুটি বৃহত্তম নির্বাচনে আমাদের চ্যালেঞ্জ ছিল, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা সেটি করতে সক্ষম হয়েছি। মিনিমাল (যৎসামান্য) ভায়োলেন্সের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’
এরপর নতুন কর্মস্থলে যোগ দেয়ার ছবি পোস্ট করে সন্ধ্যায় তিনি লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজ অপরাহ্নে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে যোগদান করলাম। আমাকে এ পদে পদায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বরেণ্য সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ।’
Advertisement
তিনি আরও লেখেন, ‘দীর্ঘ চাকরি জীবনের অধিকাংশ সময় কেটেছে মাঠ প্রশাসনে কাজ করে। এবার সুযোগ এসেছে বাংলাদেশ সচিবালয়ে কাজ করার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে সরকারের সব উন্নয়নমূলক কাজ সফলতার সাথে যাতে সম্পন্ন করতে পারি এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা আশা করছি। বর্তমান সরকারের সব ধারাবাহিকভাবে চলমান উন্নয়নমূলক কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার সর্বত্র প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার পক্ষ থেকে। সবার প্রতি আমার এবং আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি। ধন্যবাদ।’
এইচএস/এনডিএস/পিআর