রাজশাহী সিটি বাইপাস হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩০ গরু ব্যবসায়ী অসুস্থ হওয়ার ঘটনায় সোমবার সকালে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে ছয় গরু ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।নিহত জর্জ মিয়া (৪০) নরসিংদীর শিবপুর থানার ফাইসাখালি গ্রামের ফজলু মিয়ার ছেলে। অজানা বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়। এ ব্যাপারে রাজ পাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুুদুর রহমান জাগো নিউজকে জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর ছয়জনের মধ্যে জর্জ মিয়া নামের একজন গরু ব্যবসায়ী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ বর্তমানে হাসপাতালে অবনস্থান করছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।উল্লেখ্য, রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে শনিবার ভোরে ৩০ থেকে ৩৫ জন গরু ব্যবসায়ী হাটে রাজশাহীর সিটি বাইপাস হাটে নামেন আসেন। সেখানে জাফর নামে এক হোটেল ব্যবসায়ীর হোটেলে তারা খাওয়া-দাওয়া করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদের মধ্যে গুরুতর অসুস্থ ছয়জনকে রামেক হাসপাতালে ভর্তি করেছেন। # রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩০ গরু ব্যবসায়ী সর্বস্বান্তশাহরিয়ার অনতু/এমজেড/এমএস
Advertisement