খেলাধুলা

ব্রেইন ক্যান্সারে আক্রান্ত সাবেক অসি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট ও ১৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গ্যাভিন রবার্টসন। খেলা ছাড়ার পর যুক্ত ছিলেন ধারাভাষ্যের সঙ্গেও। সাবেক এই অসি ক্রিকেটার আক্রান্ত হয়েছেন মরণব্যাধি ব্রেইন ক্যান্সারে।

Advertisement

বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। তাকে ভরসা জুগিয়ে টুইট করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডি ও সাবেক অসি কোচ ড্যারেন লেহম্যান।

এই ক্যান্সারের মুখোমুখি হতে নিজেকে প্রস্তুত বলে দাবি করেছেন রবার্টসন। তিনি বলেন, ‘আমার যাত্রাটা উত্থান-পতনের মধ্যেই ছিল। কিন্তু এখন আমি এটার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’

রবার্টসনের এমন লড়াকু মানসিকতায় মুগ্ধ তার টেস্ট অধিনায়ক মার্ক টেলর। তিনি বলেন, ‘সবসময়ই তার মুখে হাসি থাকে। সে সবসময় জীবনটা উপভোগ করার চেষ্টা করে। একজন ক্রিকেটার ও মানুষ, দুই দিক থেকেই সে খুবই ভালো একজন। সে সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে থাকে। আমার মনে হয় এটা তার কাজে আসবে।’

Advertisement

তার প্রতি শুভকামনা জানিয়ে টুইটারে অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারন লেহম্যান বলেন, ‘এই কঠিন সময়ে রবার্টসন ও তার পরিবারের প্রতি শুভকামনা রইলো।’ আরেক সাবেক অসি ক্রিকেটার টম মুডি লিখেন, ‘শক্ত থাকো রবার্ট, আমাদের দোয়া তোমার সাথেই আছে।’ এমএইচবি/এসএএস/এমকেএইচ