খেলাধুলা

আমিও ভয় পাই, তবে প্রকাশ করি না : রাসেল

বর্তমান ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যানদের তালিকায় তার নাম রয়েছে উপরের দিকেই। ছক্কা হাঁকানোর ক্ষমতায় তার স্বদেশী গেইল ছাড়া কেউ তার প্রতিদ্বন্দ্বী আছেন কিনা তা নিয়েও করা যায় তর্ক-বিতর্ক। বড় বড় ছক্কা মারার ক্ষমতার কারণে বর্তমানে যে কোনো বোলারের কাছেই এক আতঙ্কের নাম আন্দ্রে রাসেল।

Advertisement

বিশ্বকাপে তাই ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ভরসার নামও তিনি। আরেক ব্যাটিং দানব ক্রিস গেইল আর অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে দলের অন্যতম অভিজ্ঞ সদস্য রাসেল। তার যেটুকু অভিজ্ঞতা বিশ্বকাপে তা অধিনায়কের সঙ্গে ভাগাভাগি করবেন বলেও জানালেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘হোল্ডার খুবই ঠান্ডা মেজাজের মানুষ। আমি গত কয়েক বছরে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, তা তার সঙ্গে ভাগাভাগি করবো। আর গেইল, যখন আমি তার সঙ্গে থাকি তখন খেলা নিয়ে কথা বলি না। কারণ আমি জানি এটা একজন ক্রিকেটারের জন্য বিরক্তিকর। কিন্তু আমি সবসময় জানার চেষ্টা করি, সে যখন মাঠে নামে তখন তার মাথায় কি কাজ করে।’

গত আইপিএলের সময় রাসেল জানিয়েছিলেন কোনো বোলারকে ভয় পান না তিনি, বরং বোলাররাই ভয় পান তাকে। তবে এবার জানালেন বোলারদের ভয় না পেলেও খেলতে নামার সময় মনের মধ্যে ভয় কাজ করে তারও।

Advertisement

রাসেল আরও বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমি ভয় পাই। কিন্তু আমি সেটা কখনও প্রকাশ করি না। আমার মধ্যে ভালো না করতে পারার ভয় কাজ করে। এটা বোলারদের প্রতি ভয় না। আমার আরও ভালো করার, মানুষের আমার প্রতি যেই বড় প্রত্যাশা সেটা পূরণ করতে না পারার ভয় কাজ করে। যখন আমি একটা বাউন্ডারি অথবা একটা ডাবল পেয়ে যাই, তখন আবার সব ঠিক হয়ে যায়।’

মাঝে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন রাসেল। নিষেধাজ্ঞা থেকে ফিরে আগের চেয়ে ভালো ফর্মে রয়েছেন তিনি।

এ নিয়ে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই পৃথিবীতে নির্দিষ্ট কারণে পাঠিয়েছেন। আমরা জ্যামাইকান। সবকিছুর পিছনেই নির্দিষ্ট কারণ থাকে। সৃষ্টিকর্তা কখনোই একজন মানুষ যা প্রাপ্য তার চেয়ে বেশি তাকে দেন না, আমি এই কথাটায় বিশ্বাস করি। আমি যে কারণে নিষিদ্ধ হয়েছি, এমন কিছু আমি কখনোই করিনি। ওই সময়টায় আমার পরিবার আমাকে মানসিকভাবে খুবই সহায়তা করেছে।’

এমএইচবি/এসএএস/এমকেএইচ

Advertisement