খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় একজনকে আটক করা হয়। উপজেলার সাধু চন্দ্র পাড়া এলাকা থেকে সোমবার ভোরে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি (সাব মেশিন গান), তিনটি এসএলআর (অত্যাধুনিক অটোমেটিক রাইফেল), ১৩৯ রাউন্ড তাজা গুলি, এসএলআর ও এসএমজির ম্যাগজিন ছয়টি।খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান খান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। এসময় একজনকে আটক এবং একটি এসএমজি, তিনটি এসএলআর, তিনটি এসএলআর এর ম্যাগজিন, তিনটি এসএমজির ম্যাগজিন ও ১৩৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, অভিযানের কথা শুনেছি। তবে এখনো পুলিশের কাছে আটক ব্যক্তি বা আগ্নেয়াস্ত্র হস্তান্তর করা হয়নি।এমজেড/এমএস
Advertisement