খেলাধুলা

ইংল্যান্ডের হয়ে প্রথম ‘দুইশ’ মরগ্যানের

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে। এরপর নিজের জন্মভূমি ছেড়ে চলে আসেন ইংল্যান্ডে। এখানে এসে শুধু জাতীয় দলের হয়ে খেলেনইনি, দুই বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্বেও দিচ্ছেন তিনি।

Advertisement

আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে বল গড়ানোর আগে, টস করতে নেমেই আরো এক অনন্য মাইলফলকে পৌঁছে গেছেন মরগ্যান।

প্রায় শতবছরের ক্রিকেট ইতিহাস যাদের সেই ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার তিনি। ইংলিশদের হয়ে ২০০ ম্যাচ খেলে ৪০.২১ গড়ে করেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ ৬২৩৩ রান। ক্যারিয়ারে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ সেঞ্চুরির মালিকও তিনি।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্ব্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলেন বর্তমানে তাদের ফিল্ডিং কোচ পল কলিংউড ৩৫.৩৬ গড়ে তিনি করেছেন ৫০৯২ রান। এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পেস বোলার জেমস অ্যান্ডারসন, ১৯৪ ম্যাচ খেলে তার উইকেটসংখ্যা ১১১টি।

Advertisement

দেশের হয়ে ১৭০ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ৪৬৭৭ রান করা অ্যান্ড্রু স্ট্রাউস আছেন তালিকার চতুর্থস্থানে। পঞ্চমস্থানে থাকা ইয়ান বেল ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৬১ ম্যাচ। যেখানে ৩৭.৮৭ গড়ে তিনি করেছেন ৫৪১৬ রান।

এমএইচবি/পিআর