ইউরোর বাছাই পর্বে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না নেদারল্যান্ডস। আইসল্যান্ডের বিপক্ষে হারের পর এবার বিদ্ধস্ত হলো তুরস্কের কাছেও। ৩-০ ব্যবধানের বড় ব্যবধানে হেরে ইউরোর বাছাই পর্ব থেকেই প্রায় বিদায় নিতে চলেছে দলটি। ফিরতি লেগের এই ম্যাচে গত অক্টোবরে প্রথম লেগে তুরস্কের সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। পরাস্ত করেন বেসিকতাসে খেলা এই মিডফিল্ডার।রোববার রাতে তুরস্কের আতাতুর্ক অলেম্পিক স্টেডিয়ামে ৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সদ্য বার্সায় যোগ দেয়া আরদা তুরানের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে যান ওগুঝান ওজিয়াকুপ। আর নেদারল্যান্ডস গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে একা পেয়ে বল জালে জড়াতে কোন ভুল করেননি এই মিডফিল্ডার। খেলার ২৬ মিনিটে আরদা তুরানের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় তুরস্ক। একক দক্ষতায় দারুণ শটে বল জালে জড়ান বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডার।দুই গোলে পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় নেদারল্যান্ডস। কিন্তু রবিন ফন পার্সি, মেম্পিস ডিপেইদের বার্থতায় বল জালের ঠিকানা পায়নি। উল্টো ৮৬তম মিনিটে কানের এরকিনের দারুণ দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকায় বল দেন বুরাক ইলমাজকে। আর তা থেকে বুলেট শটে লক্ষভেদ করেন এই স্ট্রাইকার।এই হারে ‘এ’ গ্রুপে তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেল নেদারল্যান্ডস। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তাদের পেছনে ফেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো তুরস্ক। আর গ্রুপের সেরা দুই দলে থেকে বাছাই পর্ব পেরিয়ে ইউরোর মুল পর্বে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল ডাচদের।আরটি/আরএস/এমএস
Advertisement