দেশজুড়ে

ধামরাইয়ে ভেজাল খাদ্য উৎপাদনের কারখানা সিলগালা

ঢাকার ধামরাইয়ে অনুমোদনবিহীন সেমাই ও ভেজাল খাদ্য উৎপাদনের একটি কারখানাকে জরিমানার পর সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ধামরাইয়ের বদরাইলে সততা ফুড কারখানায় এ অভিযান চালানো হয়।

Advertisement

আবুল কালাম আজাদ জানান, অনুমোদনবিহীন সেমাই ও ভেজাল খাদ্যপণ্য তৈরির দায়ে কারখানার মালিক আনাজ দেওয়ানকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরকারি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণে দায়ে কারখানার কর্মচারী মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। ভেজালবিরোধী এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

আরএআর/পিআর

Advertisement