দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ।ঢাকা মহানগর হাকিম আতাউল হক রোববার এ বিষয়ে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন। গত ১২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে সংসদ সদস্য আবদুর রহমান বদি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।মামলা সূত্রে জানা যায়, আবদুর রহমান বদি জ্ঞাত আয় বহির্ভূত দশ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২১ আগস্ট মামলাটি করেন।
Advertisement