তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট উৎসব : আইয়ুব বাচ্চুর সঙ্গে নাচলেন তরুণ-তরুণীরা

দ্বিতীয় দিনে জমে ওঠা ইন্টারনেট উৎসবকে আরো সার্থক ও সফল করতে রোববার রাত সাড়ে ৮টায় বনানীর উৎসব মাঠে ক্রিকেটার তামিম, তাকসিন এবং বিজয়কে নিয়ে হাজির হলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।সঙ্গে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ সফটওয়ার অ্যান্ড ইনফরম্যাশন সার্ভিসের (বেসিস) সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, বেসিসের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইকের আহ্বায়ক রাসেল টি চৌধুরী।রাজধানীর বনানী সোসাইটি মাঠে উৎসবের মূল আর্কষণ হয়ে যায় জাতীয় ক্রিকেট দলের ওই তিন সদস্যের আগমনে। এ সময় সোসাইটি মাঠ কানায় কানায় পূর্ণতা লাভ করে। ‘ইন্টারনেট উইক’ উৎসব ক্রিকেটের উৎসব বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল আর তাকসিন।এনামুল হক বিজয় বললেন, ইন্টরনেট বিশ্ব ক্রিকেটকে পূর্ণতা এনে দিয়েছে। এ সময় টাইগারদের উৎসাহ জোগাতে কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এ সময় তরুণ তরুণীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নাচ-গানে ইন্টারনেট উৎসব মুখরিত হয়ে ওঠে। আজ শেষ হচ্ছে ইন্টারনেট উৎসব।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), গ্রামীণফোন এবং আইসিটি বিভাগ গত শনিবার  থেকে এই উৎসবের আয়োজন করছে।আরএম/বিএ

Advertisement