জাতীয়

সম্পদে স্বামীকেও পেছনে ফেলেছেন সওজ কর্মকর্তার স্ত্রী!

নিজে সরকারি চাকরি করেন না, অন্য কোনো পেশায়ও জড়িত নন, তবুও তার অঢেল সম্পত্তি! সম্পদে স্বামীকেও ছাড়িয়েছেন এই গৃহিণী। দুদকের অনুসন্ধানে এমন তথ্যই মিলেছে সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে।

Advertisement

বুধবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ দম্পতির বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, কামরুজ্জামানের চেয়ে তার স্ত্রীর এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫৩৬ টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে। তিনি ১৯৮০ সালে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদফতরে যোগদান করেন। তারপর নিয়মিত পদোন্নতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। একই বছর অবসরে যান কামরুজ্জামান।

Advertisement

তিনি ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

অপরদিকে সাবেক এ সরকারি কর্মকর্তার স্ত্রী নাছিমা জামান একজন গৃহিণী। তার দুই কোটি চার লাখ চার হাজার ১২৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তিনি এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এমইউ/এসএইচএস/এমএস

Advertisement