আন্তর্জাতিক

সাইবার নিরাপত্তায় বর্ষসেরা অংশীদারের পুরস্কার পেল ফোর্টিনেট

বিশ্বব্যাপী স্বয়ংক্রিয় সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ফোর্টিনেট ২০১৮ সালের সেরা অংশীদারের পুরস্কার পেয়েছে। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সার্কের অংশীদার সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

Advertisement

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাম্প্রতিক সময়ে সাইবার নিরাপত্তা হুমকির প্রবণতা ও তথ্য সুরক্ষিত করার কৌশলগুলো সম্পর্কে সচেতন করতে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপসহ ১২৫টিরও বেশি দেশের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ফোর্টিনেট’র ভারত ও সার্কের ভাইস প্রেসিডেন্ট জিও সারনো বলেন, ‘প্রতিযোগিতামূলক ডিজিটাল বাজারে টিকে থাকতে কোম্পানিগুলো এখন ক্লাউডে প্রবেশ ও সফটওয়্যারভিত্তিক সেবা প্রদানের দিকে ঝুঁকছে। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য অবকাঠামগত অথবা দক্ষ জনবল নেই।’

তিনি আরও বলেন, ‘এসব কারণে বিশ্বব্যাপী নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে ফোর্টিনেট অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে ফোর্টিনেট অংশীদারদের মধ্যে বিভিন্ন দ্রব্য সামগ্রী, দিক নির্দেশনা এবং বিশেষজ্ঞদের মাধ্যমে হুমকি থেকে সব শিল্পকে নিরাপত্তা প্রদান করে।’

Advertisement

বৈশ্বিক নানান চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি ডিজিটাল অর্থনীতির সম্ভাব্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ফোর্টিনেট। ব্যবসায়িক, প্রযুক্তি এবং অবকাঠামোগত বিষয়গুলো আত্মবিশ্বাসের সাথে পরিচালিত করার লক্ষ্যে ফোর্টিনেট কিছু দিক নির্দেশনাও প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

এ বছরের সম্মেলনে আধুনিক সব হুমকি মোকাবেলা করে কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় অংশীদারদের মধ্যে সে বিষয়ে দিক নির্দেশনা, ক্রিটিক্যাল সাইবার নিরাপত্তা এবং হুমকি রোধে প্রিমিয়ার টেকনিক্যাল সেশন করে।

ফোর্টিনেট’র পণ্য ও সল্যুশন, অংশগ্রহণকারীদের উন্নয়ন এবং তুলনামূলক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রেক আউট সেশন পরিচালনা করা হয়। পাশাপাশি এসডি-ডব্লিউএএন, নেটওয়ার্ক অ্যাকসেস কন্ট্রোল নিয়ে বিশেষ আলোচনাও হয়।

এসএ/এমএস

Advertisement