আইন-আদালত

হেরোইন রাখায় যাবজ্জীবন

রাজধানীর কদমতলীতে হেরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় সোহেল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার সময় সোহেল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দণ্ডিত সোহেল পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী দক্ষিণ বাজারের মৃত খলিলুর রহমানের ছেলে।

Advertisement

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কদমতলী থানাধীন ঋষিপাড়া রোডস্থ নাজমুন নেত্রীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সোহেলকে তল্লাশি করে প্যান্টের ডান পকেট হতে পলিথিনে প্যাঁচানো অবস্থায় ৮০ গ্রাম হেরোইন জব্দ করে।

এ ঘটনায় কদমতলী থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার কুন্ডু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৭ সালের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন একই থানার উপ-পরিদর্শক বিনয় কুমার রায়। একই বছরের ১৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় আট সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে পাঁচজন সাক্ষ্য দেন।

জেএ/এএইচ/এমকেএইচ

Advertisement