ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং কাউন্টার টেররিজম সংস্থার সমন্বয়ে একটি নিরাপত্তা দল শ্রীলঙ্কা সফরে গেছে। সেখানে তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট দুটি মামলার তদন্ত করবে। গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন দ্বীপরাষ্ট্রটিতে সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫০ জন নিহত হওয়ার সঙ্গে এই দুই মামলার সংশ্লিষ্টতা আছে।
Advertisement
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ওই দল এখন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থান করছেন। তারা ইসলামিক স্টেট সংশ্লিষ্ট দুটি মামলার তদন্ত করতে গেছে। ২০১৫ এবং ২০১৮ সালে ওই মামলা দুটি নথিবদ্ধ করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এনআইএ যে দুটি মামলার বিষয়ে তদন্ত করতে শ্রীলঙ্কা সফরে গছে তার একটি হলো, ভারতের কিছু হিন্দু নেতাদের হত্যার লক্ষ্যে হামলার পরিকল্পনা। দেশটির তামিলনাডু রাজ্যের মন্দিরের শহর হিসেবে পরিচিত কোয়েমবাটোরে এই হামলার চক্রান্ত করা হয়। অপরটি ২০১৫ সালে আইএসের মোহাম্মদ নাসেরর বিরুদ্ধে করা মামলা।
২০১৫ সালে সুদান সরকার মোহাম্মদ নাসেরকে ভারতে ফেরত পাঠায়। তার সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আধিল আমিজের যোগাযোগ আছে। গত মাসে শ্রীলঙ্কায় যে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে সেই হামলার সঙ্গে জড়িত সন্দেহে গত মাসে প্রকৌশলী আধিল আমিজকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
ইস্টার সানডের দিন যে হামলা হতে পারে সে সম্পর্কে শ্রীলঙ্কা সরকারকে আগেই সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা। সেই হামলার পর থেকে তামিলনাডুতে বেশ কিছু অভিযান চালায় এনআইএ। দক্ষিণ ভারতের দুই প্রদেশ তামিলনাডু ও কেরালাতে যাতায়াত ছিল ইস্টার সানডে হামলার মুলহোতা জাহরান হাশমির। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর ভারত সফর করেছিলেন জাহরান।
এসএ/এমকেএইচ