সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান বাহিনীর ৪ জলদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে সুন্দরবনের মোংলা চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
বুধবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বর্ণনা দিয়ে র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় টহল শুরু করলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যু বাহিনী। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় পাঁচ ঘণ্টা গোলাগুলির পর র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে।
নিহতদের সঙ্গে থাকা বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় ও মামলার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
Advertisement
এআর/এমএসএইচ/পিআর