জাতীয়

মন্ত্রণালয়ের ডাকে সাড়া দেয়নি ৪৩ হজ এজেন্সি

ধর্ম মন্ত্রণালয়ের ডাকে সাড়া দেয়নি ৪৩ হজ এজেন্সি। মঙ্গলবার বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এসব এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের সাক্ষাত্কারে অংশগ্রহণ করার কথা থাকলেও তারা উপস্থিত হননি। শুধু তাই নয়, কী কারণে সাক্ষাৎকারে উপস্থিত হননি সে সম্পর্কে মন্ত্রণালয়কে কিছুই জানাননি।

Advertisement

এ কারণে ধর্ম মন্ত্রণালয় প্রত্যেক এজেন্সির কাছে বুধবারের (আজ) মধ্যে হজ কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে চেয়ে চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকারে অনুপস্থিত হজ এজেন্সিগুলো হলোআল হারামাইন ট্রাভেলস, চিটাগাং এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, ইস্টার্ন ট্রাভেলস, ইন্টার গালফ ট্রাভেলস লিমিটেড, জনতা ট্রাভেলস লিমিটেড, জোনাকি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ওভারসিজ লিনকস লিমিটেড, প্যান ব্রাইট ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, রিয়েল ইন্টারন্যাশনাল, রিমাল ট্রাভেলস, রয়েল এয়ার সার্ভিসেস, সানশাইন এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, ইউরো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, বদরপুর ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস, হলিউড ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, চট্টগ্রাম ট্রাভেল ইন্টারন্যাশনাল, টপ মোস্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এয়ার কানেকশন ট্রাভেল অ্যান্ড ট্যুরস, এ লাইট ট্রাভেলস, সেন্টার পয়েন্ট ট্রাভেলস লিমিটেড, দেশ ও বিদেশ, আল বোরাক ইন্টারন্যাশনাল আল কাবা ইন্টারন্যাশনাল লিমিটেড, আল করিম ট্রাভেল অ্যান্ড ট্যুরস, বাংলা এয়ার সার্ভিসেস, বাংলাদেশ ডায়মন্ড হজ গ্রুপ, ব্রাইটন এয়ার সার্ভিসেস, ব্রডও‌য়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কাপলান ট্রাভেল অ্যান্ড ট্যুরস, দারুল ঈমান ইন্টারন্যাশনাল ট্রাভেল ।অ্যান্ড ট্যুরস, ঢাকা শাহজালাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ফারিহা ওভারসিজ, ফ্রিডম হজ গ্রুপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, গ্রামীণ হলিডেজ, গালফ এয়ার ট্রাভেল সার্ভিসেস, হামিম ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হামজা এয়ার ইন্টারন্যাশনাল, হিমেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইকরা ওভারসিজ, ইসলামিয়া এয়ার সার্ভিসেস ও জাবালে নূর ইন্টারন্যাশনাল।

ধর্ম মন্ত্রণালয় থেকে যে সকল তথ্য চাওয়া হয়েছে

Advertisement

>> এজেন্সির লাইসেন্স নম্বর এজেন্সির নাম>> সৌদি হজের কোটা কতজনের পাসপোর্ট হাতে পেয়েছে>> পে অর্ডার করেছে কি না>> কতজনের টিকিট হয়েছে>> কোন এয়ারলাইন্সের পিএনআর কী>> আইবিএন এ কতজনের টাকা পাঠিয়েছে>> চুক্তি হয়েছে কি না, হলে কত নম্বর, না হলে কবে করবে>> মক্কার বাড়ি কতজনের কোন কোন তারিখের মধ্যে চূড়ান্ত হবে>> মক্কা কোথায় কতজন থাকবে, আজিজিয়া কতজন, অন্য জায়গায় কতজন>> মদিনার বাড়ি কতজনের কোন কোন তারিখের মধ্যে চূড়ান্ত হবে>> কাউন্সিলর হজের নিকট বাড়ির ছাড়পত্রের জন্য আবেদন করেছে কি না>> কত তারিখের মধ্যে পাসপোর্ট অফিসে জমা দেবে।

উল্লেখ্য, আসন্ন হজে যথাসময়ে হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর সুবিধার্থে দুই শতাধিক হজ এজেন্সির মালিক বা মোনাজ্জেমের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎকার গ্রহণ মঙ্গলবার থেকে শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ মনিটরিং টিম। আগামী ৩০ মে পর্যন্ত সাক্ষাৎকার চলবে।

এমইউ/বিএ

Advertisement