ক্যাম্পাস

শেকৃবিতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘আলোকিত মানুষ’

সুবিধাবঞ্চিত ৫০ শিশুকে নতুন জামাকাপড় ও ১০০টি পরিবারকে ঈদসামগ্রী দিয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’।

Advertisement

মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই জামাকাপড় বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, ড. উদয় কুমার মোহন্ত, ডা. শাহ জুঙ্গী ইবনে করিম, ডা. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে সংগঠনের প্রধান মো. খোকন মিয়া বলেন, ঈদের অনাবিল আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেয়া আমাদের প্রধান লক্ষ্য। এ জন্য প্রতি বছরের ন্যায় এবারও আজকে আমাদের এ আয়োজন। পাশে থেকে সহযোগিতা করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

মো. রাকিব খান/জেডএ/এমএস

Advertisement