আন্তর্জাতিক

মোদি নেহেরু-রাজীব গান্ধীর মতো ক্যারিশমাটিক নেতা : রজনীকান্ত

মোদির নেতৃত্বগুণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের সুপারস্টার রজনীকান্ত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জওহরলাল নেহেরু ও রাজিব গান্ধীর’ মতো ‘ক্যারিশমাটিক নেতা’ বলে মন্তব্য করেছেন।

Advertisement

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিতে আসা রজনীকান্ত। তামিলনাডুর রাজধানী চেন্নাইয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

রজনীকান্ত ছাড়াও মোদির শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন সিনেমা জগত থেকে রাজনীতিতে আসা আরেক তারকা কমল হাসান। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে মোদি দ্বিতীয় মেয়াদের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।

চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে রাজনীকান্ত বলেছেন, ‘আজকের এই জয় মোদির। তিনি একজন ক্যারিশমাটিক নেতা। ভারতে নেহেরু ও রাজিব গান্ধীর পর এখন মোদিই ক্যারিশমাটিক নেতা।’

Advertisement

কংগ্রেস দলের সঙ্কট ও এর প্রধান রাহুল গান্ধীর পদ ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘তার (রাহুল গান্ধী) পদত্যাগ করা উচিত হবে না। তিনি এ কাজ করতে সক্ষম তার উচিত সেটা প্রমাণ করে দেখানো। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদলকেও শক্তিশালী হতে হয়।’

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনকে কংগ্রেসকে ফের হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন মোদি। গত ২৩ মে ফলাফল আসা শুরু হলে বিজেপির বড় জয়ের বড় জয়ের ইঙ্গিত পাওয়া মাত্রই টুইট করে মোদিকে অভিনন্দন জানান রজনীকান্ত।

গত বছর রাজনীতিতে আসার ঘোষণা দিলেও এখনও নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেননি ৬৮ বছর বয়সী ভারতের বিপুল জনপ্রিয় এই তারকা। তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সমর্থন না করলেও বিজেপিকে ভোট দেন বলে মন্তব্য করে শিরোনামও হয়েছিলেন।

এসএ/এমএস

Advertisement