এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা ও ঈদবোনাস ছাড় দেয়া হয়েছে। সোমবার (২৭ মে) ১২টি চেকের মাধ্যমে এ অর্থ ছাড় দেয়া হয়।
Advertisement
কারিগরি শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পিআইইউ) মো. আককাছ আলী সেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসস (বিএম), এসএসসি ভোকেশনাল ও মাদরাসা (ভোকেশনাল ও বিএম) শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার ১২টি চেক ও মে মাসের বেতনবাবদ ১২টি চেক ছাড় দেয়া হয়েছে। এসব চেক আগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ১০ জুন পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।
আরও বলা হয়েছে, সেসব শিক্ষক-কর্মচারীরা ২০১৮-১৯ অর্থবছরের ছাড়কৃত বকেয়া বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেননি তারা এ সময়ের মধ্যে সব বকেয়া বেতন-ভাতাদি উত্তোলন করতে পাববেন।
Advertisement
এমএইচএম/জেডএ/এমকেএইচ