তথ্যপ্রযুক্তি

টেলিনরের দখলে টেলিউইংস

ভারতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিউইংসের পূর্ণ দখল নিয়েছে তাদের নরওয়েভিত্তিক টেলিনর। এত দিন টেলিউইংসের ৭৪ শতাংশ শেয়ার টেলিনরের থাকলেও বাকি ২৬ শতাংশ ছিল ভারতীয় প্রতিষ্ঠান লক্ষ্যদিপ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিন্যান্সের। সম্প্রতি এই ২৬ শতাংশ শেয়ার কিনে টেলিউইংসের একক মালিকানা অর্জন করেছে টেলিনর। খবর টোটাল টেলিকমভারতের টেলিযোগাযোগ বাজার দিন দিন বড় হচ্ছে। কম দামের মোবাইল ডিভাইস ও উন্নত ইন্টারনেট ব্যবস্থা দেশটির টেলিযোগাযোগ খাতের গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। এ কারণে দেশটির টেলিযোগাযোগ কোম্পানিগুলোর লাভের পাল্লাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। টেলিনরের ভারতীয় শাখার রাজস্ব ২০১৪ সালের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪০ শতাংশ।বাজার বিশ্লেষকদের মতে, উদীয়মান এ বাজারে দখল বাড়াতেই টেলিউইংসের পূর্ণ দখল নিয়েছে নরওয়েভিত্তিক মূল প্রতিষ্ঠানটি।গত মাসেই ভারতের বিদেশী বিনিয়োগ অনুমোদন সংস্থা (এফআইপিবি) এ অধিগ্রহণের অনুমোদন দেয়। এফআইপিবির জানানো তথ্যমতে, অধিগ্রহণটির মূল্য হতে পারে ৭৮১ কোটি রুপি। কিন্তু টেলিনরের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।অধিগ্রহণের বিষয়ে টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও টেলিউইংসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, ভারতের বাজারে দীর্ঘমেয়াদি ব্যবসার পরিকল্পনা রয়েছে টেলিনরের। আমরা আমাদের ভারত শাখার উন্নতিতে আশাবাদী। ভারতে টেলিউইংসের গ্রাহক প্রতি মাসেই বাড়ছে। আর বিভিন্ন অঞ্চলে গ্রাহকসংখ্যার দিক দিয়ে টেলিনর শীর্ষস্থানে অবস্থান করছে।ধারণা করা হচ্ছে, ভারতের বাজারে দীর্ঘমেয়াদি ব্যবসার পরিকল্পনা থেকেই টেলিউইংসের পূর্ণ দখল নিয়েছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠানটি। ব্রেক্কের বক্তব্য অনুযায়ী তারা ভারতের বাজারকে লক্ষ্য রেখে সেবার প্রসার করবে। এক্ষেত্রে ভারতের বাজার থেকে লাভের পুরো ভাগটা এখন টেলিনরের ঘরেই উঠবে।বিপুল জনসংখ্যার কারণে ভারত টেলিযোগাযোগ খাতে একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। দেশী-বিদেশী কোম্পানি এ বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে। বাজার বিশ্লেষদের মতে, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর উন্নত নেটওয়ার্ক ব্যবস্থার পাশাপাশি মোবাইল ডিভাইসের দ্রুত প্রসার খাতটি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশ্বের অধিকাংশ মোবাইল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানই এখন ভারতের বাজারের কথা মাথায় রেখে ডিভাইস তৈরি করছে। পাশাপাশি উন্নত নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহারও বাড়ছে উল্লেখযোগ্য হারে। তবে এখনো দেশটির বিপুল জনসংখ্যা টেলিযোগাযোগ সেবার বাইরে রয়েছে। টেলিযোগাযোগ সেবার বাইরে থাকা এ জনগোষ্ঠীকে সেবার আওতায় আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।টেলিনরও ভারতে তাদের ব্যবসার প্রসারে টেলিযোগাযোগ সেবার বাইরে থাকা গ্রাহকদের সংশ্লিষ্ট সেবার অন্তর্ভুক্ত করতে বহুমুখী সেবা প্রদান করছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (টিআরএআই) জানানো তথ্যমতে, চলতি বছরের আগস্টে টেলিনরের অধীনে থাকা ভারতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিউইংসের নতুন গ্রাহক বেড়েছে ৭ লাখ ৬ হাজার ৬৬২ জন।এদিকে ভারতে টেলিউইংসের বর্তমান গ্রাহকসংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের শেষ নাগাদ দেশটিতে টেলিউইংসের গ্রাহক ছিল ৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার। এতে গত বছর শেষে ভারতের বাজারে টেলিউইংসের বাজার দখল যেখানে ছিল ৩ দশমিক ৭ শতাংশ, চলতি বছর তা বেড়ে ৪ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

Advertisement