দেশজুড়ে

দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন আ.লীগ নেতা

ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়ে পানছড়ির অবহেলিত সাঁওতাল সম্প্রদায়ের কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম। তার এ মহানুভবতায় আবেগাপ্লুত হয়ে পড়েছে এই দুই শিক্ষার্থী। তারা মনে করছে এ অনুদানের মাধ্যমে তাদের সুন্দর আগামীর পথ মসৃন হবে। থমকে দাঁড়ানো শিক্ষা জীবনের চাকা আবারো সচল হবে। উচ্চ শিক্ষা লাভের পথ সুগম হবে।পানছড়ি কলেজে অধ্যয়নরত সাঁওতাল সম্প্রদায়ের দুই শিক্ষার্থীর জীবন সংগ্রামের কথা স্থানীয় সংবাদ মাধ্যমে জানার পর তাদের বিষয়ে খোঁজখবর নেন। জানতে পেরে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কলেজ ছাত্রী সাগরিকা সাঁওতাল ও লক্ষী সাঁওতালকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ালেন। তার এ মহানুভবতাকে স্বাগত জানিয়ে পানছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, পানছড়ি উপজেলার সদর ও পুজগাং এলাকায় কয়েকশ সাঁওতালের প্রাচীনতম বসতি রয়েছে। কিন্তু অভাব অনটনে তাদের সন্তানরা লেখাপড়ায় অনেক পিছিয়ে। প্রথম বারের মতো দুইজন ছাত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হবার অদম্য মানসে কলেজে ভর্তি হয়েছে। যুবনেতা দিদারুল আলমের অনুদানকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে সাঁওতাল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ আরো বাড়বে।খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম বলেন, সংবাদ মাধ্যমে সাঁওতালদের দুর্দশাগ্রস্থ অবস্থা সত্বেও দুই শিক্ষার্থীর কঠিন জীবন সংগ্রামের কথা জানতে পারেন। এরপর থেকেই তাদের বিষয়ে তিনি খোঁজখবর নেন। তিনি বলেন, মূলত উৎসাহ যোগাতেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।এমএএস/আরআইপি

Advertisement