দেশজুড়ে

আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Advertisement

সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের একটি প্রতিনিধি দল আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রোডাকশন ফ্লোর ঘুরে দেখেন প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ।

এ সময় আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার কমান্ডার (অব.) মো. শামসুল আলম প্রতিনিধি দলকে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রোডাকশন ফ্লোরে উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী সম্পর্কে অবহিত করেন। পরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী সম্পর্কে জেনে এবং পার্কের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

Advertisement

আব্দুর রহমান আরমান/এএম/এমএস