ইন্টারনেট উৎসবে ২০ শতাংশ ছাড় দিচ্ছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক গ্লোবাল স্ট্যান্ডার্ড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সার্টিফিকেট কোর্স (গেটস্কিলে)। ইন্টারনেট উৎসবে প্রচার ও প্রসারের লক্ষ্যে এ ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি। উৎসবের দ্বিতীয় দিনে এমন অফার লুফে নিতে গেটস্কিলের ৩৬ নম্বর স্টলে হুমড়ি খেয়ে পড়েছেন আগত দর্শনার্থীরা। গেটস্কিলের কর্ণধার এনামুল হক সুজন জাগো নিউজকে জানান, বিডিইনকাম ডট কম বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় জবসাইট। তাদের ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সার্টিফিকেট কোর্স’ সম্পন্ন করে ইতোমধ্যে অসংখ্য মেধাবী দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। বিদেশে উচ্চ বেতনে কাজ পেয়েছেন অনেকেই। এনামুল হক সুজন আরো বলেন, দেশে এখন তারুণ্যের প্রাধান্য। মেলায় আগত তরুণদের আগ্রহ অভিভুত হওয়ার মতো। বেশ কজন তরুণ ইতোমধ্যেই গ্লোবাল স্ট্যান্ডার্ড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্যে রেজিস্ট্রেশন করেছেন।ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে একনিষ্ঠ কর্মী মো. মহিউদ্দিন খাঁন জানান, ইন্টারনেট উৎসবে আসা তরুণ-তরুণীরা দারুণ আগ্রহ ভরে কোর্সের নানা সুবিধার বিষয়াদি জানারে আগ্রহ ব্যক্ত করছেন।আরএম/এএইচ/আরআইপি
Advertisement