পারভীন বেগম চল্লিশোর্ধ একজন মা। দারিদ্র্য জয় করতে চার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। মাসখানেক আগে ব্রেন টিউমার ধরা পড়ে তার। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু টানাপোড়েনের সংসারে তার চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে মায়ের চিকিৎসা ব্যয় বহনে সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন।
Advertisement
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে সালমা মুন্নী। তিনি পারভীন বেগমের মেজো মেয়ে। তিনি জানান, চলতি মাসের শুরুর দিকে মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। অপারেশনের জন্য প্রায় সাড়ে চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের পরিবারের পক্ষে এই মুহূর্তে এই খরচ বহন সম্ভব নয়।
মুন্নীর বাবা মিজানুর রহমান। পেশায় একজন দিনমজুর। তিনি বলেন, চোখের সমস্যা দেখাতে গিয়ে ব্রেন টিউমার ধরা পড়ে পারভীনের। চিকিৎসকরা দ্রুত অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। ঈদের পর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার অপারেশন করার কথা রয়েছে। তবে চিকিৎসা ব্যয় নিয়ে গভীর চিন্তায় রয়েছি। তিনি বিত্তবানদের কাছে স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন।
পারভীন বেগমের মেয়ে মুন্নী জানান, তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামে। পরিবারে ছয় সদস্য। বাড়িতে বাবা-মা ছাড়াও দুই ভাই ও দুই বোন। বড় ভাই ডিপ্লোমা শেষ করে সদ্য একটি বেসরকারি চাকরিতে ঢুকেছেন। ছোট দুই ভাইবোন স্কুলে পড়ে। তিনিও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়রত। পারভীন বেগমের চিকিৎসায় সহযোগিতা করতে এই নম্বরে (০১৭১৭৮১৪৩১৭) যোগাযোগ করা যাবে।
Advertisement
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস