আজ ২১ রমজান। ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিনে ইসলামের ৪র্থ খলিফা হজরত আলি রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। আবার এ দিনেই খেলাফত লাভ করেন তাঁরই পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু।
Advertisement
রমজানের ২১ তারিখ হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। ২১ রমজান অনেক নবি-রাসুল জন্ম ও মৃত্যু হয়।
২১ রমজান মুসলিম উম্মাহর কাছে যেমনি এক হৃদয় বিদারক ঘটনা আবার অন্য দিকে ইসলামের অনন্য আনন্দের দিন। কারণ এ দিনে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত লাভ করেছিলেন।
আরও পড়ুন > রোজা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে যা করবেন
Advertisement
হজরত হাসান ইবনে আলি রাদিয়াল্লাহু আনহু তাঁর বাবা হজরত আলি রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী বর্ণনাসহ ওঠে এসেছে ২১ রমজানের আরো কিছু তথ্য।
তিনি বলেন, ‘তিনি (হজরত আলি রাদিয়াল্লাহু আনহু) এমন এক রাতে শাহাদাত বরণ করছেন-
- যে রাতে কুরআনুল কারিম নাজিল হয়েছে।- হজরত ঈসা আলাইহি সালামকে আসমানে তুলে নেয়া হয়েছে এবং- হজরত মুসা আলাইহিস সালামও ২১ রমজান মারা যান।
আরও পড়ুন > ঐতিহাসিক মক্কা বিজয়ে যা ঘটেছিল ২০ রমজান
Advertisement
ইসলামের ইতিহাসে ৪০ হিজরির ২১ রমজান এক ঐতিহাসিক দিন। এ দিনেই বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হজরত আলি রাদিয়াল্লাহু আনহু এক আততায়ী (ইবনে মুলযান)-এর তরবারির আঘাতে শাহাদাত বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এমএমএস/এমকেএইচ