পবিত্র রমজানে ইবাদতের পাশাপাশি গরিব-দুঃখী ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি ড. মীজানুর রহমান।
Advertisement
রোববার (২৬ মে) পুরান ঢাকার স্টার রেস্টুরেন্টে নরসিংদী জেলা ছাত্র কল্যাণের ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ভিসি বলেন, সিয়াম সাধনার মাসে সবাই সারাদিন কষ্ট করে রোজা রাখেন, সকল প্রকার কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন।
‘আমি মনে করি রোজার পাশাপাশি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো উচিত। নরসিংদী জেলা ছাত্রকল্যাণের সদস্যরা নরসিংদীর যেসব শিক্ষার্থী গরিব, অসুস্থ তাদের পাশে দাঁড়াবে। সবাই এগিয়ে এলে গরিব-দুঃখীরা উপকৃত হবে।’
Advertisement
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সামসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আখতারুজ্জামান, কৃষিবিদ মাহবুবুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেনসহ জেলার শিক্ষার্থীরা।
ইমরান খান/এএইচ/পিআর