জাতীয়

বিদেশ ফেরত ১৭৫ জন ইবোলার সংক্রমন থেকে মুক্ত

ইবোলায় অাক্রান্ত দেশে থেকে ফেরা ১৭৫ জনের শরীরের ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ মেলেনি। গত ২১ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপরই কর্তৃপক্ষ একথা জানায়। ১৭৫ জনের মধ্যে ১০০ জন অাফ্রিকান এবং বাকিরা বাংলাদেশি বলে সরকারি সূত্রে জানা গেছে।গতকাল শনিবার শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দরে অারও পাঁচজন ইবোলা অাক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।জাতীয় ইবোলা পর্যবেক্ষক সেলের সদস্য অধ্যাপক ডা. বি-নজির অাহম্মেদ বলেন, ‘অবাঞ্ছিত প‌‌‌রিস্থিতি মোকাবেলায় সব ধরনের সতর্কতামূলক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে অাতঙ্কিত হওয়ার কিছু নেই।’তিনি জানান, বিদেশ ফেরত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার জন্য বিমানবন্দরে কয়েকটি ছোট স্ক্যানার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রাণালয় বিমানবন্দরের জন্য সাতটি থারমাল স্ক্যানার বসাবে। তবে প্রাথমিকভাবে ২টি স্ক্যানার কেনার কথা ছিল। পরে অবশ্য ওই পরিকল্পনায় পরিবর্তন আসে।

Advertisement