অর্থনীতি

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোবাবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেন কমেছে। অপরবাজার সিএসইতে সূচকের সঙ্গে লেনদেন কমেছে। তবে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসে ছয় পয়েন্ট বেড়ে চার হাজার সাতশ ৭২ পয়েন্টে অবস্থান করছে।এছাড়া ডিএসইর শরীয়া সূচক ডিএসইএস এক পয়েন্ট কমে এক হাজার একশ ৭৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক চার পয়েন্ট কমে এক হাজার আটশ ১৯ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে চারশ ৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৬৪ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহ্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল চারশ ৯৮ কোটি টাকা।ডিএসইতে তিনশ ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে একশ ৮৪টির দাম বেড়েছে, কমেছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক পাঁচ পয়েন্ট কমে আট হাজার আটশ ৮৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক তিন পয়েন্ট কমে এক হাজার ৬০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার চারশ দুই পয়েন্ট, সিএএসপিআই ছয় পয়েন্ট কমে ১৪ হাজার পাঁচশ ৯৫ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক চার পয়েন্ট কমে এক হাজার ৩৪ পয়েন্ট দাঁড়িয়েছে।সিএসইতে মোট দুইশ ৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে একশ ৩৪টির, কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।  সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৭ লাখ টাকা।এসআই/এএইচ

Advertisement