নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষুব্ধ ইট ভাটার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক ঘণ্টাব্যাপি অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়ার সাওঘাট এলাকায় ডায়মন্ড অটো বিক্সের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।পরে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ি পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ডায়মন্ড অটো ব্রিকসের মালিক জায়েদুল আবেদীন ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান মনোয়ারা বেগম বিভিন্ন ব্যাংক থেকে সম্পত্তি বন্ধক রেখে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়। গত এক বছর যাবত জায়েদুল আবেদীনের নিয়োগকৃত একাধিক ব্যক্তি ডায়মন্ড অটো ব্রিকসের ইটসহ বিভিন্ন মালামাল বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। শ্রমিকদের ৪ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। গত ২ মাস যাবত শ্রমিকদের বিতাড়িত করার জন্য কোম্পানির চেয়ারম্যানের আত্মীয় পরিচয় দিয়ে শেখ মাহবুবসহ বিভিন্ন লোকজন সশস্ত্র অবস্থায় এসে শ্রমিকদের হয়রানি করছে। তাই বকেয়া বেতন-ভাতার দাবিতে বাধ্য হয়ে ইটভাটায় কর্মরত প্রায় দুই শতাধিক শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জাগো নিউজকে জানায়, ডায়মন্ড অটো ব্রিকসের শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করার সময় পুলিশ তাদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তিনি আরো বলেন, ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আদায় করার চেষ্টা চলছে। শ্রমিকরা যাতে তাদের বকেয়া টাকা ফেরত পায় এ ব্যাপারে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।মীর আব্দুল আলীম/এসএস/আরআইপি
Advertisement