বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার তুষার হত্যা মামলায় আট আসামির ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদিব আলী সকল আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ইউসুফ, আব্বাস, শামীম, রাজিব, সজিব, সালাম, রাজু ও রিয়াজ। সকলের বাসা নগরীর পলাশপুর বস্তি ও পুরান কয়লাঘাট এলাকায়।ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) হারুন অর রশিদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০২ সালের ২৯ নভেম্বর সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পলাশপুর ২নং গলির মুখে নিয়ে তুষারকে বেদম মারধর করা হয়। পরে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তুষার মারা যায়। এ ঘটনায় তুষারের মা হোসনেআরা বেগম বাদী হয়ে ওই আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০০৯ সালের ১২ জুন তদন্ত কর্মকর্তা এজাহারভুক্ত আসামিদের অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। পরে ১৪ জনের সাক্ষ্য শেষে এ রায় দেন আদালত। সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement