বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সোনম কাপুর। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। এই ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেছেন সোনম।
Advertisement
ভারতে সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। কিন্তু এখনও সেখানে সমকামিতা তেমনভাবে সামাজিক স্বীকৃতি পায়নি। বহু সিনেমায় সমকামিতা নিয়ে কাজ হয়েছে। কিন্তু চেনা ছকের বাইরে বেরিয়ে কাজ করতে কতটা স্বচ্ছন্দ শিল্পীরা?
সোনম জানিয়েছেন, ওই চরিত্রে অভিনয় করা নিয়ে তার মনে কোনো দ্বিধা ছিল না। তার কথায়, ‘আমার চরিত্রটা দেখে যদি একজন মানুষের জীবনেও কোনো পরিবর্তন আসে, কোনো একজনও যদি উপকার পান, তা হলেই আমি খুশি। আর সমকামীর চরিত্র বলে আমার আলাদা করে কোনো ভয় ছিল না। নেগেটিভিটি নিয়ে ভাবিনি আমি।’
‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-এ সোনমের চরিত্রের নাম ছিল সুইটি চৌধুরি। বাবার ভূমিকায় ছিলেন অনিল কপুর। এই ছবিতেই প্রথম স্ক্রিন শেয়ার করেছেন রিয়েল লাইফের বাবা-মেয়ে।
Advertisement
এমবিআর/এমএস