মৌসুমের শেষের দিকে এসে গুমোট হয়ে উঠেছে বার্সেলোনার অভ্যন্তরীণ পরিবেশ। এ মাসের শুরুতেও ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে থাকা বার্সা নিশ্চিত করতে পেরেছে মাত্র লিগ শিরোপা। চ্যাম্পিয়নস লিগে বাজেভাবে হারার পর এবার কোপা দেল রে শিরোপা খুইয়ে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করেছে কাতালান ক্লাবটি।
Advertisement
গতকাল (শনিবার) ডোমেস্টিক ডাবল জেতার লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। গত চার মৌসুম ধরে এই শিরোপা জিতে আসায় রেকর্ড পঞ্চমবারের মতো লিগ কাপ জেতার সুযোগ ছিল বার্সার সামনে। তবে কিন্তু আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা তা করে দেখাতে পারেনি।
প্রশ্ন উঠছে দলের খেলার কৌশল নিয়ে। লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগে বাজেভাবে হারার পর থেকে কোচের কৌশল নিয়ে ফুঁসছিল ব্লুগ্রানা সমর্থকরা। কোপা দেল রে'তে হারের পর যা আরও বাড়ল। এতে করে অনেকেই বার্সায় ভালভার্দের শেষ দেখে ফেলেছেন!
বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। অথচ ২০১৫ সালের পর তাদের ঘরে আসেনি চ্যাম্পিয়নস লিগের কোনো শিরোপা। যেখানে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এ সময়ে ঘরের তুলেছে 'হ্যাটট্রিক' ইউরোপ সেরার মুকুট। যদিও ঘরোয়া ফুটবলে সাফল্য পাচ্ছে বার্সা। কিন্তু ইউরোপের সর্বোচ্চ আসরে টানা ব্যর্থতা সমর্থকদের মুখে খুশি করতে পারছে না।
Advertisement
কোচের রক্ষণাত্মক মনোভাব বার্সাকে যে বড় মঞ্চে সফল হতে দিচ্ছে না তার প্রমাণ শেষ দুইবারের চ্যাম্পিয়নস লিগ। এর আগের মৌসুমে রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থাকলেও, তাদের মাঠে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মেসিরা। এবারও আগের মৌসুমের পুনরাবৃত্তি ঘটেছে। লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হেরে বাড়ির পথ ধরে বার্সা। ভালভার্দের উপর তাই আর আস্থা রাখতে পারছে না ক্লাবের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
তবে একের পর এক ব্যর্থতায় জর্জরিত হওয়ার পরেও কোচের উপর আস্থা রাখছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেম্যু। চ্যাম্পিয়নস লিগে হারের পর তিনি বলেছিলেন, ভালভার্দেই সেই ব্যক্তি যিনি বার্সাকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন। এদিকে কোপা দেল রে'তে হারের পরও কোচের উপর থেকে আস্থা হারাচ্ছেন না বার্তেম্যু।
হারের জন্য ভালভার্দেকে দোষারোপ না করে গণমাধ্যমকে বার্সা সভাপতি বলেছেন, 'এটাকে আমাদের জন্য ব্যর্থ মৌসুম বলা যাবে না। আমরা লিগ শিরোপা জিতেছি, যা গুরুত্বপূর্ণ। ভালভার্দের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সে দলের কোচ। এই হারকে আমি তার ব্যর্থতা হিসেবে চাপিয়ে দেবো না।'
কোপার শিরোপা হাতছাড়া করে বার্সা বস নিজেও কিছুটা আশাহত। ম্যাচ শেষে তাই বললেন, 'আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। আমাদের কাছে জয়-ই মুখ্য। তবে কাউকে না কাউকে তো হারতে হবেই।'
Advertisement
তবে কোচের শুকনো কথায় চিরে যে আর ভিজতে যাচ্ছে না তা অনেকটা পরিস্কার হয়ে গেছে। রোমা, লিভারপুল আর এবার ভ্যালেন্সিয়া ট্র্যাজেডি- বার্সা সমর্থকরা ভালভার্দেকে যে আর কোচের চেয়ারে দেখতে চায় না তা গতকাল গ্যালারি থেকে ছুটে আসা একের পর এক দুয়োধ্বনিই প্রমাণ করে দিয়েছে।
এসএস/এমএস