হলুদ ও লাল কার্ডের পর এবার সবুজ কার্ডের ব্যবহার দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। খেলার মাঠে যেসব খেলোয়াড় সৌজন্যমূলক আচরণ করে এবং সুষ্ঠ খেলার দাবি রাখে তাদেরকে দেখানো হবে সবুজ কার্ড। তবে ইতিমধ্যে ইতালির সিরি-বি ফুটবল লিগে এই কার্ডের ব্যবহার শুরু করেছেন রেফারিরা।সিরি-বি ফুটবল লিগের প্রেসিডেন্ট আন্ড্রি আবোদি নতুন এই কার্ডের বিষয়ে বলেন, এরপর এই কার্ডটি কোচ এবং সমর্থকদের জন্যও প্রযোজ্য হতে পারে। আমরা মনে করি, ফুটবলে ইতিবাচক বার্তা প্রয়োজন। সম্মানের বিষয়টি নিশ্চিত করতেই খেলায় সবুজ কার্ডের প্রচলন করা হচ্ছে বলে জানান তিনি। সবুজ কার্ড পেতে হলে খেলোয়াড়দের বিশেষ কিছু করে দেখাতে হবে। এটি একটি প্রতীকী পুরস্কার।হকি ছাড়াও কয়েকটি খেলায় সবুজ কার্ড ব্যবহৃত হয়। হকিতে সবুজ কার্ড দিয়ে একজন খেলোয়াড়কে সতর্ক করা হয়। পর পর দুটি সবুজ কার্ড দেখলে সেটা হলুদ কার্ড হয়ে যায় এবং খেলোয়াড়কে পাঁচ মিনিট মাঠের বাইরে অবস্থান করতে হয়। হকিতে সবুজ কার্ডটি হয় ত্রিকোণাকৃতির। আর ফুটবলে সবুজ কার্ডটি হবে হলুদ ও লাল কার্ডের মতোই আয়াতকার আকৃতির। তবে হকিতে তিরষ্কার হলেও ফুটবলে পুরস্কার হিসেবে সবুজ কার্ড ব্যবহৃত হবে।এমআর/আরআইপি
Advertisement