তাইওয়ান ওপেন অ্যাথলেটিকসে অংশ নিয়েছেন বাংলাদেশের একমাত্র অ্যাথলেট মোহাম্মদ হাসান মিয়া। ১০০ মিটারে অংশ নিয়ে হাসান ১১ সেকেন্ডের কমেই দৌড়েছেন। তিনি ১০.৯৪ সেকেন্ড সময় নিয়ে ২৪ তম হয়েছেন ৫৬ জন প্রতিযোগির মধ্যে।
Advertisement
গত জুলাইয়ে সামার অ্যাথলেটিকসে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছিলেন হাসান। পরে জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব হারান হাসান। এপ্রিল কাতারে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে খেলেছেন বাংলাদেশের এ স্প্রিন্টার। সেখানে সময় নিয়েছিলেন ১০.৮৬ সেকেন্ড। অনেক প্রস্তুতিহীনভাবে অংশ নিয়ে তাইওয়ানে টাইমিংটা ভালোই করেছেন হাসান মিয়া।
৪ নম্বর হিটে ৪ নম্বর লেনে দৌড়েছেন হাসান। ৫০ মিটার পর্যন্ত তিন জনের মধ্যেই ছিলেন। শেষ দিকে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। প্রতিযোগিতায় একজন অ্যাথলেট ও একজন কোচ- এই দুই সদস্যের দল অংশ নিয়েছে বাংলাদেশের। সোমবার দলের ঢাকায় ফেরার কথা।
আরআই/এসএএস/এমএস
Advertisement