জেলেদের কথা চিন্তা করে বন্ধের ৬৫ দিন জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা ঘোষণা দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির বিভিন্ন সংগঠনের নেতারা।
Advertisement
শনিবার বিবৃতিতে অভিনন্দন জানান ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন ও জেলে সম্প্রদায়ের পক্ষে রবীন্দ্র নাথ বর্মন, সভাপতি ঐক্য ফেডারেশন, ইশরাইল পন্ডিত, সভাপতি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও আনোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। তারা বলেন, বাংলাদেশের জলসীমায় সরকার ৬৫ দিন মাছ ধরা বন্ধ করায় দেশের মৎস্যজীবী জেলে সম্প্রদায় বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় এ সহায়তা দেয়া হয়।
এফএইচএস/এমআরএম/এমএস
Advertisement