অর্থনীতি

ব্লকে লেনদেন বেড়েছে তিনগুণ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর মোট ১৮২ কোটি ২ লাখ ১২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা আগের সপ্তাহের তিনগুণের বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার।

Advertisement

ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক, সোনার বাংলা ইনস্যুরেন্স, এসকে ট্রিমস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ডরিন পাওয়ার, এস্কয়ার নিট কম্পোজিট, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক, সালভো কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, গ্লোবাল ইনস্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, ফাস ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্যাফোডিল কম্পিউটার্স, গ্রামীণফোন, ইভিন্স টেক্সটাইল, এসএস স্টিল, ইনটেক, এটলাস বাংলাদেশ, রেনউইক যজ্ঞেশ্বর, বসুন্ধরা পেপার, জেএমআই সিরিঞ্জ, ইন্দো-বাংলা ফার্মা, ন্যাশনাল পলিমার, ফাইন ফুডস এবং অগ্রণী ইনস্যুরেন্স।

এর মধ্যে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের। গত সপ্তাহে ব্লকে ব্যাংকটির মোট ৪১ কোটি ৪০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার। আর ১৮ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক।

একই সময়ে ব্লকে এবি ব্যাংকের ১৭ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার, সোনারবাংলা ইনস্যুরেন্সের ১১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার, এসকে ট্রিমসের ১০ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, ব্যাংক এশিয়ার ৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, ডরিন পাওয়ারের ৫ কোটি ১২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার, এস্কয়ার নিট কম্পোজিটের ৪ কোটি ৩৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার, ইউনাইটেড পাওয়ারের ২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, মুন্নু সিরামিকের ২ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার এবং সালভো কেমিক্যালের ১ কোটি ৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Advertisement

বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকারও কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- শাহজিবাজার পাওয়ারের ৫৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার, স্কয়ার ফার্মার ৫৬ লাখ ৭৯ হাজার টাকা, গ্লোবাল ইনস্যুরেন্সের ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার, জেনেক্স ইনফোসিসের ৩৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের ৩৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ২৯ লাখ ২৫ হাজার টাকা, রূপালী লাইফ ইনস্যুরেন্সের ২৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ২০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার, ফাস ফাইন্যান্সের ১৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১২ লাখ ১১ হাজার টাকার শেয়ার, গ্রামীণফোনের ১১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার এবং ইভিন্স টেক্সটাইলের ১০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে ১০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- এসএস স্টিলের ৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার, ইনটেকের ৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার, এটলাস বাংলাদেশের ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার, রেনউইক যজ্ঞেশ্বরের ৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার, বসুন্ধরা পেপারের ৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার, ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার, ফাইন ফুডসের ৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার এবং অগ্রণী ইনস্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএএস/এমএমজেড/এমএস

Advertisement